ময়মনসিংহ শহরে ২২০ টি সড়ক বাতি স্থাপনে খরচ হলো ১ কোটি ২ লাখ টাকা

ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ শহরের চরপাড়া মোড় হতে দিঘারকান্দা বাইপাস পর্যন্ত ১১০টি খুটির মাধ্যমে ২২০টি সড়ক বাতি স্থাপন করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এতে ব্যয় হয়েছে ১ কোটি ২ লক্ষ টাকা। গড়ে প্রতিটি লাইটের দাম পড়েছে ৪৬ হাজার ৩৩৬ টাকা ৬৩ পয়সা করে। অর্থাৎ, ১১০ টি খুটি স্থাপনে লাইটসহ প্রতিটি খুটিতে খরচ পড়েছে ৯২ হাজার ৭২৭ টাকা ২৭ পয়সা।

আর এতে আলোকিত হলো ময়মনসিংহ সিটি করপোরেশন সাড়ে তিন কিলোমিটার মহাসড়ক। এদিকে আধুনিক নগর গড়ার লক্ষ্যে সিটি গত মঙ্গলবার রাতে দিঘারকান্দা বাইপাস মোড়ে সুইচ অন করে সড়ক বাতি উদ্বোধন করেন সিটি কর্পোরেশন এর সফল মেয়র মো. ইকরামুল হক টিটু।

বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী জিল্লুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, ১ কোটি ২ লক্ষ টাকা ব্যয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করেছে।

লাইট স্থাপন কাজের উদ্বোধনকালে সিটি মেয়র টিটু জানান, মহাসড়কে চুরি, ছিনতাই ও দুর্ঘটনা রোধে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। আগামীতে এভাবেই নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ রাস্তা আলোকিত করা হবে। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কাউন্সিলর আমিনুল ইসলাম বিপ্লব, কাউন্সিলর মো. মোস্তফা কামাল, শামীমা রহিম, শফিকুল ইসলাম, ফজলুল হক উজ্জল, সাব্বির ইউনুস, সিরাজুল ইসলাম সিরাজ, রোকিয়া হোসেন, শামসুল, আইরিন আক্তার, শাহনাজ আক্তার, প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী জিল্লুর রহমান, নির্বাহী প্রকৌশলী জহুরুল হক, সহকারী প্রকৌশলী মো, আজাহারুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এইচ.কে দেবনাথ, সহকারী প্রকৌশলী শফি কামাল, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, সেনেটারী ইন্সপেক্টার দীপক মজুমদারসহ এলাকাবাসী ও নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Share this post

scroll to top