ময়মনসিংহ শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন। রাস্তার উপর অবৈধভাবে মোটরসাইকেল পার্কিংয়ের জন্য তিনটি মামলার মাধ্যমে ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার দুপুরে শহরের দুর্গাবাড়ি রোড, স্বদেশী বাজার রোড হয়ে ছোট বাজার মোড় পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাহী হাকিম মোহাম্মদ রাজীব উল আহসান।

রাস্তার উপর মেশিন দিয়ে ইট ভাঙা, পুরাতন ও নতুন লোহা, ভাঙ্গারির মালামাল বিক্রেতা, ওয়েল্ডিংয়ের কারখানা, দোকানপাট ও খাবার হোটেল রাস্তার উপর স্থাপন করা, লোহার পাইপ রাস্তায় রেখে জনসাধারণের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করায় অভিযান চালানো হয়।

এ সময় সিটি করপোরেশন সেনিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, সেনিটারি পরিদর্শক জাবেদ ইকবাল, পেশকার সিদ্দিকুর রহমান ও পুলিশ ফোর্সসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

নির্বাহী কর্মকর্তা হাকিম বলেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী তিলোত্তমা নগরী গড়ার প্রত্যয়ে শহরের ৩৩টি ওয়ার্ডে নিয়মিত অভিযান চলবে। সূত্র: ঢাকা টাইমস

Share this post

scroll to top