ময়মনসিংহ শহরের মার্কেট ৭ ঘন্টা খোলা থাকবে

ময়মনসিংহকরোনা ভাইরাস নিয়ন্ত্রণ, প্রতিরোধ ও মোকাবেলায় রোববার থেকে খাবার হোটেল ও ঔষধের দোকান ব্যতিত ময়মনসিংহ শহরের সকল প্রকার দোকানপাট ও শপিংমল সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি।

এছাড়া শহরের মাসকান্দা কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সন্ধ্যা ৭টা থেকে সকল প্রকার বাস চলাচল বন্ধ থাকবে। শনিবার বিকেলে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে ব্যবসায়ী নেতৃবৃন্দদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় চেম্বার সভাপতি আমিনুল হক শামীম এসব তথ্য জানান।

এসময় উপস্থিত ছিলেন দোকান মালিক ঐক্য পরিষদের সভাপতি এএম বজলুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, জিলা মোটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুল আলম, জেলা পরিবেশক সমিতির সভাপতি মাহবুবুল আলম, রাইস মিল মালিক সমিতির সভাপতি মো. সেলিম, চাল ব্যসায়ী সমিতির সভাপতি বিধুভষন দাস, চেম্বার সহ-সভাপতি শংকর সাহা প্রমুখ।

Share this post

scroll to top