ময়মনসিংহ মেডিকেলে শিশুসহ ১২ ডেঙ্গু রোগী ভর্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। হাসপাতালের মেডিসিন বিভাগে শিশুসহ বুধবার (৭ সেপ্টেম্বর) পর্যন্ত ১২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে ৯ জন ঢাকায় আক্রান্ত হয়েছেন এবং অপর তিনজন ময়মনসিংহে আক্রান্ত হয়েছেন।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে মমেক হাসপাতালের মেডিসিন বিভাগের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে এসব তথ্য জানা যায়।

মুক্তাগাছা উপজেলার সৌরভ হাসান হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে ভর্তি, তিনি জানান, ‘আমি ঢাকার কেরানীগঞ্জের একটি মসজিদে খেদমতের কাজ করি। সেখানে হঠাৎ প্রচণ্ড মাথা ব্যথা, শরীর ব্যথা ও জ্বর হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা করলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হই। পরে সেখান থেকে এসে রোববার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছি। এখন আগের চেয়ে অনেকটা সুস্থ আছি।’

ঢাকার মিরপুরে গার্মেন্টসে চাকরি করেন হাবিবুর রহমান। তার বাড়ি জেলার তারাকান্দা উপজেলায়। তিনি বলেন, ‘হঠাৎ মাথা ব্যথা, শরীর ব্যথা, জ্বর অনুভব করি। পরে সেখানেই পরীক্ষা করলে ডেঙ্গু জ্বরে আক্রান্তের বিষয়টি বুজতে পারি। পরে ময়মনসিংহে এসে হাসপাতালে ভর্তি হই। এখন আগের চেয়ে অনেকটা ভালো আছি।’

ময়মনসিংহ সদরের কুকিল গ্রামের আমিরুল ইসলাম বলেন, ‘আমি ইলেক্ট্রিক মিস্ত্রির কাজ করি। গত এক মাস ঢাকার আগারগাঁও, তালতলা এলাকায় ইলেক্ট্রিক মিস্ত্রির কাজ করেছি। সেখানে জ্বর, মাথা ব্যথা নিয়ে বাড়িতে ফিরে আসি। অনেক ওষুধ খাওয়ার পরও জ্বর ভালো না হওয়ায় বিভিন্ন পরীক্ষা করি। পরে ডেঙ্গু আক্রান্ত হওয়ার বিষয়টি জানতে পেরে রোববার হাসপাতালে ভর্তি হই। জ্বর কিছুটা ভালো হলেও শরীর দুর্বল।’
মমেকের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন কায়সার হাসান খান বলেন, সপ্রতি ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। তবে আক্রান্ত অধিকাংশ রোগী ঢাকা এসে থেকে ভর্তি হচ্ছেন। ডেঙ্গু থেকে রক্ষা পেতে সচেতনতা খুব জরুরি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম কিবরিয়া বলেন, হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। তবে আক্রান্তদের অধিকাংশ ঢাকা থেকে এসেছে। বর্তমানে হাসপাতালে ১২ জন রোগী ভর্তি আছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ, একজন নারী ও একজন শিশু ভর্তি আছেন। পরিকল্পনা আছে, ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লে আলাদা একটি ইউনিট করা হবে। যেখানে শুধু ডেঙ্গু আক্রান্ত রোগীদেরই চিকিৎসা দেওয়া হবে।

Share this post

scroll to top