ময়মনসিংহ মেডিকেলে বসছে আরও একটি করোনা শনাক্তের মেশিন

মাইক্রোবায়োলজিময়মনসিংহ বিভাগ ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা থেকে কোভিড-১৯ নমুনা পরীক্ষার পরিমাণ বেড়ে যাওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপিত হচ্ছে আরও একটি পিসিআর মেশিন। এ মেশিনটি আনা হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগ থেকে। কোভিড-১৯ পরীক্ষায় সহযোগীতা করতে বাকৃবি থেকে প্রশিক্ষিত জনবলও আনা হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মেশিনটি স্থাপন করা হবে বলে জানিয়েছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্ত রঞ্জন দেবনাথ।

তিনি বলেন, প্রতিদিন দুই শিফটে কাজ করার পরও করোনাভাইরাস শনাক্তের জন্য বিভাগের বিভিন্ন জেলা থেকে অতিরিক্ত ব্যক্তির নমুনা আসছে। বুধবার (২২ এপ্রিল) ১৮৮টির বাইরে অতিরিক্ত আরও প্রায় ৬০০ ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছে। পরীক্ষার চাপ কমাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশক্রমে বাকৃবির পিসিআর মেশিনটি এনে ল্যাবে স্থাপনের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে। ওই মেশিনটি বসানো হলে অধিক সংখ্যক নমুনা পরীক্ষা করা যাবে বলেও জানান তিনি।

Share this post

scroll to top