ময়মনসিংহ মেডিকেলে দুই দিনে নিউমোনিয়ায় ২৫ শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দুদিনে ২৫ শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছে আরো ৬২৩ শিশু।

শনিবার (৩ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ওয়ায়েজ উদ্দিন ফরাজি।

ওয়ায়েজ উদ্দিন ফরাজি বলেন, শনিবার সকাল ১০টা পর্যন্ত শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ৬২৩ শিশু মমেক হাসপাতালে ভর্তি রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে ১৪ শিশুর মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় মারা গেছে আরো ১১ শিশু।

ময়মনসিংহ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক বিশ্বজিৎ চৌধুরী বলেন, শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালের ওয়ার্ডে শীতজনিত শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বাড়ছে। সেজন্য শিশুদের প্রতি এইসময়ে বাড়তি যত্ন নেয়া উচিত বলেও জানান তিনি।

Share this post

scroll to top