ময়মনসিংহ মেডিকেলে ছাত্রলীগ নেতার দুর্ব্যবহারে করোনার টিকাদান কর্মসূচী বন্ধ

ময়মনসিংহ মেডিকেলে করোনার টিকা প্রদান কর্মসূচীর বুথে গিয়ে স্বেচ্ছাসেবীদের সাথে ছাত্রলীগ নেতা খারাপ আচরণ করায় টিকা প্রদান কর্মসূচী স্থগিত রাখা হয়েছে।  এতে করে টিকা নিতে আসা শতশত মানুষ ভোগন্তিতে পড়েছেন।

জানাযায়, মঙ্গলবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভপতি এ. কে শাকিল তার কথিত বোনকে করোনার টিকা দিতে নিয়ে যান ৩ নাম্বার বুথে।  সিরিয়াল টপকে তার কথিত বোনকে টিকা না দেয়ায় যুব রেড ক্রিসেন্টের এক নারী স্বেচ্ছাসেবককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন শাকিল।  যদিওবা ওই নারী স্বেচ্ছাসেবক লাইনে দাঁড়িয়ে টিকা গ্রহণ করতে বারবার অনুরোধ জানান। এখবর ছড়িয়ে পড়লে অন্যান্য ৮টি বুথের সকল স্বেচ্ছাসেবক টিকাপ্রদান কার্যক্রম স্থগিত রাখে। এঘটনায় মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সাথে ছাত্রলীগের আলোচনা শুরু হয়েছে।

ময়মনসিংহ মহানগরীতে টিকাপ্রদান কার্যক্রমে যুক্ত যুব রেড ক্রিসেন্টের ইউনিট লিডার নাজমুল হক জানান, আমরা জানতে পেরেছি এ. কে শাকিল মেডিকেল কলেজ শাখার সহ-সভাপতি।  তিনি ইন্টার্ণ চিকিৎসক হিসেবেও ময়মনসিংহ মেডিকেলে আছেন। সেই প্রভাবেই স্বেচ্ছাসেবীদের সাথে এমন আচরণ করেছে।  মানবিক কর্মকান্ডে রাজনৈতিক পরিবেশের সৃষ্টি হলে টিকাদানের বুথগুলোতে স্বেচ্ছাসেবীরা কাজ করতে চাইবেনা। এর একটা সুরাহা হওয়া দরকার।

ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগ সভাপতি অনুপম সাহা সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে টিকাকেন্দ্রে গিয়ে বিষয়টি সুরাহার চেষ্টা করছি।  কিন্তু উভয়পক্ষই তর্কাতর্কি করছে যেকারণে টিকা প্রদানে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

Share this post

scroll to top