ময়মনসিংহ মেডিকেলের নতুন ভবনে করোনা ও পুরাতন ভবনে সাধারণ রোগীর চিকিৎসা

MYM-MMCHকরোনা ভাইরাস সংক্রমণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী ও পুরাতন ভবন সাধারণ রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) জেলা শাখার সাধারণ সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিভাগীয় কোভিড-১৯ এর মনিটরিং সেলের সমন্বয়ক ময়মনসিংহ ডা. এইচ এ গোলন্দাজ তারা। তিনি জানান, এতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ ময়মনসিংহের করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার আর কোন ঘাটতি থাকবে না। তিনি বলেন, করোনা রোগীদের সবচেয়ে জরুরী প্রয়োজন ছিল সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাাই। যা চরপাড়া হাসাপাতালের নতুন ভবনে বিদ্যমান রয়েছে। এই সিদ্ধান্ত নেয়ায় বিএমএ ও স্বাচিপ ময়মনসিংহ জেলা শাখার পক্ষ থেকে সাধারণ সম্পাদক ডা. তারাগোলন্দাজ এক বিবৃতিতে গৃহায়য়ন ও গণপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, এই কমিটির সুযোগ্য আহবায়ক জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, সদস্য সচিব সিভিল সার্জন ডা. এবিএম মশিউল আলম, এই কমিটি অন্যতম সদস্য ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. চিত্ত রঞ্জন দেবনাথসহ সকল সদস্যদেরকে ধন্যবাদ জানিয়েছেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, সকলের সহযোগিতায় ময়মনসিংহ বিভাগের কোভিড-১৯ আক্রান্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও বৃহত্তর ময়মনসিংহের সাধারণ মানুষ একটি মানসম্মত চিকিৎসা সেবা পেতে যাচ্ছে। আশা করছি অতি দ্রুততম সময়ের মধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করে ময়মনসিংহ বিভাগের কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসার পথ প্রশস্ত করবেন।

Share this post

scroll to top