ময়মনসিংহ মুক্ত দিবস ও বিজয় দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচী

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ মুক্ত দিবস ও বিজয় দিবস উপলক্ষে সাত দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচীর আয়োজন করেছে জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ। উদ্যোগে নগরীর ছোটবাজারস্থ অস্থায়ী মুক্তমঞ্চে বেলুন-পায়রা উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করেন বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা ও সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান।

পরে মুক্তিযোদ্ধা জনতার বিশাল বিজয় র‌্যালীর উদ্বোধন করেন জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। র‌্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মুক্তমঞ্চে ফিরে আসে।

এসময় মনিরা সুলতানা মনি এমপি, বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভূইয়া, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা, সহ-সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, সাধারণ সম্পাক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সাবেক কমান্ডার আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা জিয়াউল ইসলাম, সহ মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান, বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Share this post

scroll to top