ময়মনসিংহ থেকে রফিকুল ইসলাম মাদানীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর

ইসলামি বক্তা মো. রফিকুল ইসলাম মাদানীকে মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে আবারও গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এ নেওয়া হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এর জেলার মো. আবু সায়েম জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হওয়ার পর রফিকুল ইসলাম মাদানীকে এ কারাগারে পাঠানো হয়। পরে রিমান্ডের জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছিল। সেখান থেকে তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছিল। পরে আবার তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এ পাঠানো হয়।

রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের সাতটি মামলা রয়েছে। এর মধ্যে মতিঝিল থানায় দুটি মামলা, তেজগাঁও থানায় একটি, পল্টন থানায় একটি, কোতোয়ালি থানায় একটি, গাছা থানায় একটি এবং বাসন থানায় একটি মামলা রয়েছে।

মো. রফিকুল ইসলাম মাদানী (২৬) নেত্রকোনার পূর্বধলা থানার লেটিরকান্দা এলাকার মৃত সাহাব উদ্দিনের ছেলে।

Share this post

scroll to top