ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে যেন দুর্ঘটনা না ঘটে সেজন্য বিশেষ দোয়া

ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ত্রিশালে সম্প্রতি সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় মহাসড়কে দাঁড়িয়ে বিশেষ দোয়ার আয়োজন করেছে এলাকাবাসী। গত এক সপ্তাহেই উপজেলার মঠবাড়ি বড় পুকুরপাড় এলাকাতে ৫ টি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ৭ জন নিহত ও অন্তত ২৪ জন আহত হয়েছেন ।

এলাকাটিতে দুর্ঘটনা বেড়ে যাওয়ায় এ থেকে রক্ষা পেতে মহাসড়কে দাঁড়িয়ে বিশেষ দোয়া মাহফিল করেছেন স্থানীয়রা। শুক্রবার (২০ আগস্ট) দুপুরে মঠবাড়ি জামে মসজিদের সামনে এ কর্মসূচিতে অংশ নেন গ্রামের শতাধিক মানুষ।

দোয়ায় অংশ নেয়া আব্দুল বাতেন নামের এক ব্যক্তি বলেন, এলাকাটিতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে যাচ্ছে। মানুষ মারা যাচ্ছে। এলাকার মানুষও আতঙ্কের মধ্যে থাকে, কখন কি হয়ে যায়। এজন্য আল্লাহ যেন আমাদের এসব দুর্ঘটনা থেকে সবাইকে রক্ষা করেন সেজন্য দোয়ায় অংশ নিলাম।

উজ্জল মিয়া নামে আরেক ব্যক্তি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। কেউ যথাযথ দায়িত্ব পালন করছেনা। এতে দুর্ঘটনা রোধ করা যাচ্ছে না। তাই এর প্রতিকারের জন্য সৃষ্টিকর্তার কাছেই ফরিয়াদ জানালাম।

Share this post

scroll to top