ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ ৭টি পদে বিএনপিপন্থীদের বিজয়

ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন-২০২২ এ ১৫ টি পদের মধ্যে বিএনপি সমর্থিত সমন্বিত আইনজীবি ঐক্য পরিষদ মনোনীত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাতটি পদে এবং আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত সহ-সম্পাদকসহ আটটি পদে বিজয়ী হয়েছেন। বিএনপি সমর্থিত সমন্বিত আইনজীবি ঐক্য পরিষদ প্যানেলের বিজয়ীরা হলেন, সভাপতি অ্যাডভোকেট মো. নুরুল হক, সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজদ ও অ্যাডভোকেট আজহারুল হক, সাধারন সম্পাদক অ্যাডভোকেট এস আই এম মন্জুরুল হক বাচ্চু, সহ-সম্পাদক অ্যাডভোকেট মাজেদুল করিম সজল, অডিটর অ্যাডভোকেট মো. ওবায়দুল হক, সদস্য অ্যাডভোকেট নুরে আলম রিপন। আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের সহ-সম্পাদক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ড. মো. আব্দুল্লাহ আল বাকী, অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ, সদস্য অ্যাডভোকেট হাবিবুর রহমান, অ্যাডভোকেট মারুফ রায়হান খান, অ্যাডভোকেট মোহাম্মদ সেকান্দর আলী, অ্যাডভোকেট মুক্তারা খাতুন মনি, অ্যাডভোকেট মো. সালাহ উদ্দিন আল রাশিদ ও অ্যাডভোকেট মাহবুব আল মামুন।

গত বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৯৪৭ ভোটারের মধ্যে ৮৫৮ জন ভোট প্রদান করেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯ টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন সহকারী প্রিসাইডিং অফিসার অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত। অ্যাডভোকেট মো. নুরুল হক ৪৩৭ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে তৃতীয়বার সভাপতি নির্বাচিত হলেন। তাঁর প্রতিদ্বন্দ্বি অ্যাডভোকেট বিকাশ চন্দ্র রায় পেয়েছেন ৩৯৫ ভোট। সাধারন সম্পাদক পদে অ্যাডভোকেট এস আই এম মন্জুরুল হক বাচ্চু পেয়েছেন ৪৩২ ভোট, তাঁর প্রতিদ্বন্দ্বি আবুল কালাম পেয়েছেন ৩৯২ ভোট। অডিটর অ্যাডভোকেট মো. ওবায়দুল হক পেয়েছেন ৪৬৯ ভোট। প্রতিদ্বন্দ্বি মো. আব্দুল্লাহ আমির খসরু পেয়েছেন ৩৪৪ ভোট। বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকেল পাচটা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়।নির্বাচনে ৯৪৭ ভোটের মধ্যে ৮৫৮ ভোট কাস্ট হয়েছে।

Share this post

scroll to top