ময়মনসিংহ কারাগারের নারী কারারক্ষীর স্বামীর করোনা : আবাসিক ভবন লকডাউন

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার জেল-mymensingh jailময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের এক নারী কারারক্ষীর স্বামী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই নারী কারারক্ষীর স্বামীর করোনা পজেটিভ ধরা পড়ায় তাকে ছুটি দিয়ে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে। একই সাথে কারাগারের নারী কারারক্ষী আবাসিক ভবন লকডাউন করা হয়েছে।

এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে।  মৃত ব্যক্তির নাম মো. অনুকূল ইসলাম। সে ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের উজান চর নওপাড়া গ্রামের মৃত আমজদ আলী মন্ডলের পুত্র। ৮/৯ মাস আগে সে একটি মাদক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আসেন। মঙ্গলবার দুপুরে খবরের সত্যতা নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট সিনিয়র জেল সুপার মো. আবু জায়েদ।

এদিকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের জেলার মো. আব্দুল্লাহ জানান, সোমবার ভোর রাত ৪টার দিকে ওই হাজতি আসামি অসুস্থ হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে ভোর ৫টার দিকে সে মারা যায়।

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আবু জায়েদ আরো জানান, গতকাল মঙ্গলবার মৃত ব্যক্তির নমুনা পরীক্ষা শেষে করোনা পজেটিভ রিপোর্ট আসে। এর আগে কারাগারের এক নারী কারারক্ষীর স্বামী করোনা পজেটিভ ধরা পড়ায় তাকে ছুটি দিয়ে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে। একই সাথে কারাগারের নারী কারারক্ষী আবাসিক ভবন লকডাউন করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

Share this post

scroll to top