ময়মনসিংহ মেডিকেলে করোনা রোগী বেড়ে যাওয়ায় অক্সিজেনের উপর অতিরিক্ত চাপ

ময়মনসিংহ মেডিকেলে করোনা রোগী বেড়ে যাওয়ায় হাসপাতালটির সেন্ট্রাল অক্সিজেন লাইনের উপর অতিরিক্ত বাড়ছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর ও ইউনিসেফ এর সার্বিক সহযোগীতায় সাময়িকভাবে এই চাপ কাটিয়ে উঠতে পেরেছে হাসপাতালটি। এখন হাসপাতালটির করোনা ওয়ার্ডের আইসিইউ বেডসহ সাধারন করোনা ওয়ার্ডে প্রয়োজনীয় অক্সিজেনের কাঙ্খিত প্রেসার পাওয়া যাচ্ছে।

জানাযায়, হাসপাতালটিতে গত কয়েকদিন ধরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সেন্ট্রাল অক্সিজেন লাইনের উপর অতিরিক্ত চাপ পড়ে। এতে হাসপাতালটির করোনা ওয়ার্ডের আইসিইউ বেডসহ সাধারন করোনা ওয়ার্ডে প্রয়োজনীয় অক্সিজেনের কাঙ্খিত প্রেসার পাওয়া যাচ্ছিলনা। যেকারণে বিকল্প হিসেবে সেন্ট্রাল লাইনের পাশাপাশি ওয়ার্ডগুলোতে সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সেবা দেয়া হচ্ছিল। এছাড়াও আইসিইউতে সিপ্যাপ/ বাইপ্যাপ মেশিনের মাধ্যমে অক্সিজেন সেবা চালু ছিল।

তবে এই কঠিন পরিস্থিতি সাময়িকভাবে সমাধান করতে পেরেছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের তত্ত্বাবধায়ক ডা: মো: মহিউদ্দিন খান শুক্রবার (৩০ জুলাই) সন্ধায় জানান, আইসিইউতে এবং আইসিইউ সংলগ্ন ২৪ টি আইসিইউ সমমানের শয্যায় একটি করে বিকল্প পাইপ লাইনের মাধ্যমে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের সাথে সংযোগ স্থাপন সম্পন্ন হয়েছে। এতে করে মুহুর্তের মধ্যে আইসিইউতে অক্সিজেনের প্রেসার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সেই সাথে অন্যান্য কোভিড ওয়ার্ডেও অক্সিজেনের প্রেসার বৃদ্ধি পেয়েছে। ফলে জটিল রোগীদের অক্সিজেন সেচুরেশন এর উন্নতি হয়েছে।

Share this post

scroll to top