ময়মনসিংহে ৮ লাখ ৯২ হাজার ৯২১জন শিশুর মাঝে ভিটামিন এ ক্যাপসুল বিতরণ

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলার ৩ হাজার ৬৯৪টি কেন্দ্রে ৮ লাখ ৯২ হাজার ৯২১জন শিশুকে ভিটামিন এ প্লাস  ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

শনিবার সকালে ‘ভিটামিন ‘এ’ খাওয়ান শিশু মৃত্যুর হার কমান’ এই শ্লোগানে ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গনে বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান এ ক্যাম্পাইনের উদ্বোধন করেন। এসময় জেলা প্রশাসক ড.সুভাষ চন্দ্র বিশ্বাস ও স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় পরিচালক ডা: একেএম আব্দুর রবসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্তারা উপস্থিত ছিলেন।

ময়মনসিংহের সিভিল সার্জন ডাঃ একেএম আব্দুর রব জানিয়েছেন, দেশব্যাপী ভিটামিন এ প­াস ক্যাম্পাইনের আওতায় ৬ মাস থেকে ১১মাস (এক বছরের নীচে) ৮৯ হাজার ৮০৫জন নীল রঙের এবং ১ বছর থেকে ৫৯ মাস (৫ বছরের নীচে) ৮ লাখ ৩ হাজার ১১৬ জন শিশুকে লাল রঙের, মোট ৮ লাখ ৯২ হাজার ৯২১জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

ময়মনসিংহ জেলায় ৪৫১জন সুপার ভাইজারের তত্বাবধানে ৩ হাজার ৬৯৪টি কেন্দ্রে ৭ হাজার ৩৮৮জন স্বেচ্ছাসেবী শিশুদের মাঝে এ টিকা বিতরণ করছেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top