ময়মনসিংহে ৩ দিনের রিমান্ডে সেই আতশবাজি কারখানার মালিক

ময়মনসিংহের নান্দাইলে আতশবাজি বিস্ফোরণে দুই নারীর মৃত্যুর ঘটনায় কারখানার মালিক বোরহান উদ্দিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৪ এপ্রিল) বিকেলে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসান এ আদেশ দেন।

আদালতের পরিদর্শক (ওসি) প্রসূন কান্তি দাস বলেন, বিকেলে বোরহান উদ্দিনকে জেলা অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ২০ এপ্রিল (বুধবার) সকাল ৬টার দিকে নান্দাইল উপজেলার বাঁশহাটি গ্রামে আতশবাজির কারখানায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে কারখানার কাজে থাকা আপিলা খাতুন (৫০) ও নাছিমা খাতুন (৩০) নামের দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যান।

বিস্ফোরণের ঘটনায় ওই দিন রাতেই পুলিশ বাদি হয়ে নান্দাইল থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করেন। পরে ২২ এপ্রিল (শুক্রবার) রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে বোরহান উদ্দিনকে গ্রেফতার করে সিআইডি।

Share this post

scroll to top