ময়মনসিংহে ৩৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ গ্রেফতার ২

ভারতীয় ৩৯৮ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে ময়মনসিংহে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ এর আভিযানিক দল।

র‌্যাব-১৪’র ভারপ্রাপ্ত কোম্পনী অধিনায়ক সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন বলেন, শুক্রবার ( ১৬ সেপ্টেম্বর) ভোরে ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনার সময় একটি দ্রুত গতির ট্রাককে থামার জন্য সংকেত দিলে সংকেতটি অমান্য করে। পরে আভিযানিক দলের সদস্যরা রাস্তায় বেরিকেট দিয়ে ট্রাকটি থামিয়ে ভারতীয় তৈরি ৩৯৮ বোতল ফেন্সিডিল ১টি ট্রাক এবং ৩টি মোবাইল উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসায়ী নেত্রকোনার দুর্গাপুরের কানাইল গ্রামের অনিক পাঠান (২৬) এবং গাওকান্দিয়া গ্রামের মোঃ রেনু মিয়া (২৫)কে গ্রেফতার করা হয়।

সহকারী পরিচালক আরো বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আসামিরা ভারতীয় ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে জানায়। এছাড়া দীর্ঘ দিন যাবৎ নেত্রকোনা জেলা হতে নেশা জাতীয় মাদকদ্রব্য ভারতীয় ফেন্সিডিল ক্রয় করে ময়মনসিংহ জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রয় করে যুব সমাজকে ধ্বংসের মুখে ধাবিত করছিল তারা। এব্যাপারে র‌্যাব বাদী হয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানায় একটি মামলা রুজু করেছে বলেও জানান তিনি।

Share this post

scroll to top