ময়মনসিংহে ১৫ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে ১৫ লাখ টাকার ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে র‌্যাব-১৪। মুক্তাগাছা উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকালে র‌্যাব-১৪ এর সদস্যরা ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে একটি চাল ভর্তি ট্রাক তল্লাশি করে এ মাদক উদ্ধার করে।

এ সময় ট্রাকের চালক শাহীন আলম ও হেল্পার রেজাউল করিমকে আটক করা হয়।

র‌্যাব-১৪’র অধিনায়ক এফতেখার উদ্দিন জানান, উত্তরবঙ্গ থেকে গাড়ি করে মাদকের একটি বড় চালান ময়মনসিংহে ঢুকছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম মুক্তাগাছা উপজেলার রামচন্দ্রপুর নামক স্থানে অবস্থান নেয়।

তিনি আরও জানান, একটি চাল ভর্তি ট্রাক আটক করলে চালক ও হেলপার দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাদেরকে আটক করে ড্রামে তল্লাশি চালিয়ে বস্তা ভর্তি ৯০৫টি বোতল ফেনসিডিল জব্দ করা হয়। জব্দকৃত ফেনসিডিলের বাজার মূল্য আনুমানিক ১৫ লাখ টাকার মতো।

Share this post

scroll to top