ময়মনসিংহে ১৪৬ করোনা রোগীর ১০৮ জনই চিকিৎসাকর্মী

Corona-Mymensingh-Update

ময়মনসিংহ জেলায় এখন পর্যন্ত ১৪৬ জনের করোনা শনাক্ত করা হলো। এর মধ্যে ১০৮ জনই ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী। ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম এ তথ্য জানিয়েছেন। এছাড়াও জেলায় গত ২৪ ঘণ্টায় ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ নতুন আরও ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন জানান, নতুন শনাক্তদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের দুই ডাক্তার, দুই নার্স ও আট স্বাস্থ্যকর্মী আছেন। বাকী ছয় জন ময়মনসিংহ সদর ও নান্দাইল উপজেলার।

তিনি আরও জানান, ময়মনসিংহের ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত ১৪৬ জনের মধ্যে ১০৮ জনই ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. জাকিউল ইসলাম জানান, এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৮৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ২৯ জন ডাক্তার, ২১ জন নার্স ও ৩৪ জন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন।

এ পর্যন্ত ময়মনসিংহে করোনা আক্রান্ত হয়ে তিন জন মারা গেছেন বলেও জানান সিভিল সার্জন।

Share this post

scroll to top