ময়মনসিংহে হাম ও রুবেলার টিকাদান কর্মসূচী ১৮ মার্চ শুরু

রুবেলা ময়মনসিংহময়মনসিংহ সিটি কর্পোরেশনসহ জেলার ১২ উপজেলার ১৪৮টি ইউনিয়ন ও তিনটি পৌরসভার ৪৭১টি ওয়ার্ডে ১৪ লাখ ২৫ হাজার দুই শত ৯১ জন শিশুকে আগামী ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত হাম ও রুবেলার টিকা দেয়া হবে।

সারাদেশের ন্যায় হাম-রুবেলা (এম আর) নির্মুল করতে উদ্যোগ নিয়েছে ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগ। এ উপেলক্ষে ময়মনসিংহে রোববার সকালে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সিভিল সার্জন অফিস। সংবাদ সংম্মেলনে উপস্থিত ছিলেন ডা. তৌফিক হাসান শাওন, ডা. পঙ্কজ কুমার ভৌমিক, প্রেসক্লাব সম্পাদক অমিত রায় ও ইপিআই সুপার এমদাদুল হক প্রমুখ। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, করোনার চেয়ে হাম ও রুবেলা ভয়ঙ্কর। হাম রুবেলা রোগ করোনার চেয়ে বেশী ক্ষতিকর। করোনার মত হাম রুবেলা রোগও হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। তাই প্রতিটি শিশুকে হাম রুবেলার টিকা প্রদান করতে হবে। সেজন্য ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী শিশুদের হাম রুবেলা (এম আর) টিকা দেয়া হবে। ১ম পর্যায় ৪র্থ শ্রেণী পর্যন্ত পাঠদান হয় এমন সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠানে ১৮ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত এক সপ্তাহ ধরে এবং ২য় পর্যায়ে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ২৮ মার্চ থেকে ১১ এপ্রলি পর্যন্ত সকল টিকদান কেন্দ্রে এই টিকা প্রদান করা হবে।

Share this post

scroll to top