ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুমন আহম্মেদ (৩৫) নামে একজন নিহত হয়েছেন।

শনিবার সকালে সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে আরও তিনজন। নিহত সুমন আহম্মেদ গফরগাঁওয়ের বাঘরা গ্রামের সাইদুর রহমানের ছেলে। তিনি বেঙ্গল কোম্পানিতে চাকরি করতেন।

আহতরা হলো রাকিব (১৭), মুসা (১৮) ও রাব্বি (১৭)। তারা নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরবেলামারী এলাকার বাসিন্দা এবং গফরগাঁও সরকারি কলেজের ছাত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে সুমন আহম্মেদ মোটরসাইকেলে করে নান্দাইলে যাচ্ছিলেন। ত্রিশাল সড়কের বালিপাড়া রফিক উদ্দিন ভূঁইয়া সেতু পার হওয়ার সময় নান্দাইল সীমানায় বিপরীতমুখী দ্রুতগতির আরেকটি মোটরসাইকেল সঙ্গে তাঁর সংঘর্ষ হয়। এতে সুমন ঘটনাস্থলেই মারা যান।

বাকি আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় দুটি মোটরসাইকেলই দুমড়েমুচড়ে যায়।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Share this post

scroll to top