ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৮ জন নিহত

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা

ময়মনসিংহের ফুলপুরে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ডুবে শিশুসহ ঘটনাস্থলেই আটজন নিহত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল পৌণে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, গফরগাঁও থেকে আত্মীয়ের মৃত্যু সংবাদে স্বজনরা নালিতাবাড়ীতে যাওয়ার পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সড়কের পাশে পুকুরের পানিতে ডুবে যায়।

রিপোর্ট লেখা পর্যন্ত ৭ নারী ও এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

ফুলপুর ফায়ার সার্ভিস ও ময়মনসিংহ থেকে একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে বলে ঘটনাস্থল থেকে লিডার আব্দুর রাজ্জাক জানান। তিনি বলেন, কিছুক্ষণের মধ্যে পানি থেকে মাইক্রোবাসটি উদ্ধার করা যাবে।

নিহতদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। এরা হলেন- রেজিয়া খাতুন (৭০), পারুল (৪৫), বেগম (৩০) ও রিপা (২৫)।

মাইক্রোবাসে থাকা আহত রতন জানান, চালকসহ তারা ১৫ জন ছিলেন।

ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী জানান, ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার উদ্দেশে যাচ্ছিলো মাইক্রোবাসটি।

সকাল পৌণে ৮টার দিকে ফুলপুর-শেরপুর সড়কের বাশাটি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফুলপুর পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন স্থানীয়দের সহযোগিতায় লাশগুলো উদ্ধার করে।

Share this post

scroll to top