ময়মনসিংহে স্বাস্থ্যবিধি ভেঙ্গে ঢাক-ঢুল পিঠিয়ে বিশ্ব যক্ষা দিবস পালিত

Civil sergeon“মুজিব বর্ষের অঙ্গীকার,যক্ষ্মা মুক্ত বাংলাদেশ গড়ার”এ প্রতিপাদ্য বিষয় সামনে রেখে জেলা সিভিল সার্জন কনফারেন্স হলে বুধবার সকাল ১০ টায় মতবিনিময় সভা শেষে ঢাক-ঢুল পিটিয়ে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে যেখানে করোনার প্রাদুর্ভাব বেড়েই চলছে সেখানে র‌্যালীটি স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত না হওয়ায় সাধারণ জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে। সরকার করোনা মোকাবেলায় চ্যালেঞ্জের সম্মুক্ষীন হলেও স্বাস্থ্য বিভাগের এমন উদাসীনতা সরকারি কাজে ও জনগণের সচেতনতায় প্রভাব পড়বে বলে মনে করছেন অনেকেই।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিভিন্ন সহযোগী সংস্থ্যার উদ্যোগে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মশিউল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা. মোহাম্মদ শাহআলম।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন সহকারী সিভিল সার্জন ডা. পরীক্ষিত কুমার পাড়, ব্রাক এড়িয়া সুপারভাইজার অমর চন্দ্র সরকার, ডেনিমেন ফাউন্ডেশনের প্রজেক্টের পরিচালক জোসনারা বেগম, আইআরডি ডা.আবদুল্লাহ হার রাফি আজহর প্রমুখ। এ সময়ে যক্ষার ভয়াবহতা সম্পর্কে বিষদ আলোচনা করা হয়। প্রতি বছরে এ রোগে প্রায় ৭০ হাজার লোক মৃত্যুবরণ করেন। কোভিড-১৯ থেকেও ভয়াবহ। কাজেই আসুন সকলেই মিলে জনসচেতনার মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে এবং সঠিক চিকিৎসার মাধ্যমে রোগ প্রতিরোধ করার করি।

আলোচনা সভা ও মতবিনিময় এর পরে একটি র‌্যালী বের করা হয়। আনন্দ র‌্যালীটি সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন অফিসের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালীটি নিরাপদ দুরত্ব না মেনেই অনুষ্ঠিত হয়।

এব্যাপারে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মশিউল আলমের নাম্বারে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।

Share this post

scroll to top