ময়মনসিংহে সমাবেশ: বিএনপির ৪০০ নেতা-কর্মীর নামে পুলিশের মামলা

ময়মনসিংহে বিএনপি নেতাকর্মীরা বিভাগীয় সম্মেলন শেষে ট্রেনযোগে বাড়ি ফেরার পথে আওয়ামীলীগ নেতাকর্মীদের ধাওয়ার সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশের তিন সদস্যসহ আওয়ামীলীগের নেতা-কর্মীরা আহত হওয়ার ঘটনায় বিএনপির অন্তত ৪০০ নেতা-কর্মীর নামে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে কোতোয়ালি মডেল থানায় উপপরিদর্শক জহিরুল ইসলাম বাদি হয়ে ২৩ জনের নামে ও অজ্ঞাত ৩৫০ থেকে ৪০০ জনকে আসামি করে মামলা করেন।

এর আগে গতকাল শনিবার বিকেলে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা অবস্থান কর্মসূচি পালন করার জন্য রেলওয়ে স্টেশন কৃষ্ণচূড়া চত্বরে অবস্থান কর্মসূচি পালনের জন্য জমায়েত হয়। এতে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে। বিকেলের দিকে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ থেকে কয়েকশ নেতা-কর্মী নগরীর বাঘমারা এলাকা দিয়ে রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় আওয়ামী লীগ নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

Share this post

scroll to top