ময়মনসিংহে সনদ জাল করে শিক্ষকতা-তিন শিক্ষক গ্রেফতার

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের গফরগাঁওয়ে জাল সনদের মাধ্যমে শিক্ষকতা করার অভিযোগে যশরা আয়েশা হাসান দাখিল মাদ্রাসার তিন শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

রবিবার দুপুরে গফরগাঁও থানা পুলিশ গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে মাদ্রাসায় অভিযান চালিয়ে মাদ্রাসার সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, জুনিয়র মৌলভী বদরুল আলম, সহকারী মৌলভী আকরাম হোসেনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করে।

জানা যায়, মাদ্রাসার সাবেক দপ্তরী তফাজ্জল হোসেন বাদী হয়ে মাদ্রাসার সুপার মাওলানা মুখলেছুর রহমানসহ সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, জুনিয়র মৌলভী বদরুল আলম, সহকারী মৌলভী আকরাম হোসেনের বিরুদ্ধে জাল সনদ ও জাল নিবন্ধনে যশরা আয়েশা হাসান দাখিল মাদ্রাসায় চাকরি করার অভিযোগ এনে ময়মনসিংহ জেলা জজ আদালতে গত ১১/০৪/২০১৮ ইং তারিখে দরখাস্ত করে। আদালত দরখাস্ত আমলে নিয়ে গত ২৯/০৪/২০১৮ ইং তারিখে দুদককে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয়। দুদক, ময়মনসিংহ জেলা কার্যালয় গত ১৭/১২/২০১৯ ইং তারিখে তদন্ত প্রতিবেদন আদালত বরাবর দাখিল করে। দুদকের প্রতিবেদনের ভিত্তিতে বিজ্ঞ আদালত গত ১৫ জানুয়ারি যশরা আয়েশা হাসান দাখিল মাদ্রাসার ৪ জন শিক্ষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে গফরগাঁও থানার এসআই নাজিম উদ্দিন অভিযান চালিয়ে তিন শিক্ষক রফিকুল ইসলাম, বদরুল আলম, আকরাম হোসেনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার বলেন, গ্রেফতার শিক্ষকদের আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Share this post

scroll to top