ময়মনসিংহে শিশুপুত্রকে বাঁচাতে নিজের প্রাণ দিলেন বাবা

deadময়মনসিংহে সাত বছরের শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিলেন ডেকোরেটার ব্যবসায়ী আব্দুল কাদির (৫৫)।

রবিবার বিকালে গফরগাঁওয়ের গফরগাঁও-ভালুকা সড়কের ভারইল গ্রামে দ্রুতগামী সিএনজিচালিত গাড়ির ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে এ দুর্ঘটনা ঘটে।

একই ঘটনায় অটোরিকশা চালক মিজান (৩৫) গুরুতর আহত হয়েছেন। তবে শিশুটির কোনো ক্ষতি হয়নি। পরে স্থানীয় লোকজন সিএনজি গাড়িটি আটক করলেও চালক পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার যশরা ইউনিয়নের আঠারোদানা গ্রামের মোহাম্মদ আব্দুলের ছেলে স্থানীয় ডেকোরেটার ব্যবসায়ী আব্দুল কাদির তার সাত বছর বয়সের শিশুপুত্রকে নিয়ে রবিবার দুপুরে পাশের রাওনা ইউনিয়নের খারুয়া বড়াইল গ্রামে আত্মীয়র বাড়িতে বিয়ের দাওয়াত খেতে যান। দাওয়াত খেয়ে শিশুপুত্রকে নিয়ে বাড়ির ফেরার উদ্দেশ্যে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে বিকাল সাড়ে ৪টার দিকে গফরগাঁও-ভালুকা সড়ক অতিক্রম করে জনতা বাজার সড়কে ঢোকার সময় দ্রুতগামী একটি সিএনজি গাড়ি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা উল্টে যায়। এ সময় শিশুপুত্রকে রক্ষা করতে গিয়ে আব্দুল কাদির ও অটোরিকশা চালক মিজান গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন এগিয়ে এসে সিএনজি গাড়িটি আটক করলেও চালক পালিয়ে যায়। পরে আহত আব্দুল কাদির ও রিকশাচালক মিজানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আব্দুল কাদিরকে মৃত ঘোষণা করেন এবং রিকশা চালক মিজানকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ অনুকূল সরকার বলেন, এ ব্যাপারে আমাদের কেউ কিছু জানায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this post

scroll to top