ময়মনসিংহে শাওন হত্যার বর্ণনা দিলেন পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার : প্রতিমা বিসর্জনের প্রস্তুতির সময় ময়মনসিংহ নগরীর গোলপুকুর পাড় মহল্লায় পূজামন্ডপে তিন গ্রুপের নাচা-নাচির এক পর্যায়ে মাহিন গ্রুপের সাথে আবির গ্রুপের ধাক্কাধাক্কি শুরু হলে মাহিন তার ডান প্যান্টের পকেট থেকে সুইস গিয়ার (চাকু) বের করে এলোপাতারিভাবে ধস্তাধস্তি করলে প্রথমে আবির আহত হয়, পরে মাহিন শাওনের বুকে মারাত্মক আঘাত করে। বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে এমনই লোমহর্ষক তথ্য জানালেন জলো পুলিশ সুপার শাহ আবিদ।

এঘটনায় শাওনের বাবা বাদী হয়ে কোতোয়ালী থানায় ৯ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
হত্যাকান্ডের ঘটনায় মাহফুজুল ইসলাম মাহিন (১৮), আকাশ চন্দ্র দে (১৫), সারোয়ার উদ্দিন হৃদয় (১৮), ফারদিন (১৯), সাজ্জাদ (১৯), মুন্না (১৯), রাকিব (১৯) কে গ্রেফতার করেন। পরে শাওন ভট্টাচার্যকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহত শাওন ভট্টাচার্য ময়মনসিংহ কমার্স কলেজের ২য় বর্ষের ছাত্র ছিল।

Share this post

scroll to top