ময়মনসিংহে র‌্যাবের ত্রাণ বিতরণ

র‌্যাবময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকার এতিম, দুস্থ, অসহায়, গরীব ও খেটে খাওয়া ৩০০ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে র‌্যাব। ত্রাণ সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি চিড়া, ১ কেজি ডাল ও ১ কেজি সয়াবিন তেল প্রদান করা হয়েছে। উল্লেখিত ত্রাণ বিতরণ কার্যক্রমে র‌্যাব-১৪, ময়মনসিংহ এর সুযোগ্য অধিনায়ক, অন্যান্য অফিসার এবং ডিএডিগণ উপস্থিত থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

র‌্যাব-১৪ এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ এফতেখার উদ্দিন,বিপিএম (সেবা),পিএসসি,এলএসসি তার বক্তব্যে বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের আন্তরিক প্রচেষ্টা প্রথম থেকে অব্যাহত আছে। তারই ধারাবাহিকতায় র‌্যাব-১৪ এর পক্ষ থেকে আমরা অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে সহায়তার হাত বাড়িয়েছি। পূর্বেও আমরা র‌্যাব-১৪ এর আওতাধীন বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেছি। করোনা ভাইরাসের প্রার্দুভাব শেষ না হওয়া পর্যন্ত র‌্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক এতিম, দুস্থ, অসহায় ও গরীব পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

Share this post

scroll to top