ময়মনসিংহে রোববার থেকেই চালু হচ্ছে দ্বিতীয় পিসিআর ল্যাব

Corona-Mymensingh-Updateকরোনা শনাক্তের খবর নিয়ে ময়মনসিংহবাসীর জন্য সুখবর। আগামীকাল রোববার থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রদত্ত দ্বিতীয় পিসিআর ল্যাবটি চালু হতে যাচ্ছে। এতে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত ২টি পিসিআর ল্যাবে প্রতিদিন তিন শিফটে ১৮৮টি করে ৫৬৪টি কোভিড-১৯ নমুনা পরীক্ষা সম্ভব হবে। ময়মনসিংহ মেডিকেল কলেজ এর ২য় তলায় কাজ চলছে। গত একমাস ধরে প্রতিদিন ২ শিফটে ১৮৮টি নমুনা পরীক্ষা করে আসছিল। অপরদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজে করোনা টেস্ট নিয়ে সম্প্রতি যে জটের সৃষ্টি হয়েছে তা সমাধানে কর্তৃপক্ষ পরীক্ষার শিফট আরেকটি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। বর্তমানে দুই শিফটে টেস্ট হচ্ছে। এটি এখন হবে তিন শিফটে। এতে পরীক্ষার সংখ্যা ১৮৮ থেকে ২৮২ তে উন্নীত হবে। প্রতি শিফটে ৯৪টি পরীক্ষা করা যায়।

এব্যপারে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ চিত্ত রঞ্জন দেবনাথ জানান, কৃষি বিশ্ববিদ্যালয়ের ল্যাব বিশেষজ্ঞ প্রফেসর হারুন এর রশিদ, প্রফেসর মনির, প্রফেসর ড.পর্বা ইসলাম শুক্রবার নতুন ল্যাবের মেশিনটি ট্রায়াল দিয়েছেন। রোববার বা সোমাবার থেকে নতুন ল্যাবটিতেও পরীক্ষা চালু করা সম্ভব হবে। আশা করছি কয়েকদিনের মাঝেই করোনার নমুনা শনাক্তে যে জট লেগেছে তা কমে যাবে।

Share this post

scroll to top