ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বিজয় দিবস

mymensingh 16সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে ময়মনসিংহে মহান বিজয় দিবসের শুভ সুচনা করা হয়। এরপরপরই নগরীর পাট গুদাম স্মৃতি স্তম্ভে প্রথমে পুস্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য মনিরা সুলতানা মনি। পরে এক এক করে ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার কামরুল হাসান, রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার আহমার উজ্জামানসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান, আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠন, বিএনপি, জাতীয় পার্টি, বীর মুক্তিযোদ্ধ ও তাদের সন্তান কমান্ডসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন। অপরদিকে জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউজে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপি কর্মসূচীর শুভ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার কামরুল হাসান। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন প্রশাসনের কর্মকর্তারা।

Share this post

scroll to top