ময়মনসিংহে মৌসুমের শেষ শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বুধবার

ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহে বৃষ্টিপাতের পর আগামী বুধবার নাগাদ চলতি মৌসুমের শেষ শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসাথে ঢাকার কিছু অংশসহ রাজশাহী, রংপুর, সিলেটেও আবহাওয়ার এ অবস্থা চলমান থাকতে পারে।

রোববার আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, ‘আগামী বুধবার নাগাদ দেশের উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে, যা পরবর্তীতে দেশব্যাপী ছড়িয়ে পড়বে।’

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুসারে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১২ ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে রাজধানীতে এ তাপমাত্রা ছিল ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের এক পূর্বাবাসে বলা হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে।

শেষ রাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সাথে সারাদেশের রাতের তাপমাত্রা প্রায় (১-২) ডিগ্রি সেলিসিয়াস হ্রাস পেতে পারে।

Share this post

scroll to top