ময়মনসিংহে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ ফার্মেসিকে জরিমানা

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের নান্দাইল উপজেলায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে তিনটি ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রবিবার (২৭ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের।

তিনি জানান, দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত নান্দাইল পৌর এলাকার হাসপাতাল রোডের বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালানো হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় স্থানীয় রামগোপাল ফার্মেসি ও ডে-নাইট মেডিকেল হলকে ১৫ হাজার করে ৩০ হাজার ও খান ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

Share this post

scroll to top