ময়মনসিংহে মায়ের কাপড়ে ঝুলে মৃত্যু হলো বুদ্ধিপ্রতিবন্ধীর

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বসত ঘর থেকে বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার বিকেলে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়। খেলার ছলে কৌতূহলবশত গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে বলে ধারণা স্থানীয়দের।

জানা যায়, উপজেলার সরিষা ইউনিয়নের বৈরাটি গ্রামের মৃত আলতু মিয়ার ছেলে শিপন মিয়া (১৬) রোববার বিকেলে প্রতিদিনের মত ঘরে যায়। তারপর ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দেয়। কিন্তু দরজা বন্ধ করার বিষয়টি পরিবারের কাহারও নজরে আসেনি। এঅবস্থায় শিপন দীর্ঘ সময় ধরে ঘরের ভিতর থেকে আর বাহির না হওয়ায় মায়ের মনে সন্দেহ তৈরি হয়। তখন মা রোকেয়া আক্তার ঘরের দরজার কাছে গিয়ে দেখে দরজা বন্ধ। এঅবস্থায় মা চিৎকার করতে থাকলে পরিবারের অন্য সদস্যরা এসে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে দেখতে পায় শিপন তার নিজ মায়ের কাপড়ের আঁচল ছিড়ে গলায় ফাঁস দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আছে। বিষয়টি স্থানীয়রা পুলিশকে জানালে বেলা ৫ টার দিকে আঠারবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরের মরদেহ উদ্ধার করে। সুরতহালে শরীরে ভিন্ন কোনো আলামত পায়নি বলে জানিয়েছে পুলিশ। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

Share this post

scroll to top