ময়মনসিংহে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে জখমকারী শিক্ষক গ্রেফতার

ময়মনসিংহে কওমি মাদ্রাসা শিক্ষার্থী আবু সুফিয়ান মেহেদী (৮)কে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় অভিযুক্ত শিক্ষক মো. ফুয়াদ হাসান (২৭) কে গ্রেফতার করেছে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ।

এ ঘটনায় নির্যাতনের শিকার ছাত্রের বাবা মহসিন আহমেদ বৃহস্পতিবার রাতে বাদি হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. শাহ কামাল আকন্দ শুক্রবার সকালে এই খবর নিশ্চিত করেছেন।

ওসি আরও জানান, ময়মনসিংহ সিটির ৩২ নং ওয়ার্ডের চায়না মোড় এলাকার দাওয়াতুল হক কওমী মাদ্রাসায় এক বছর ধরে পড়াশুনা করছে মেহেদী রহমান। গত পরশু তাকে বেধম মারপিট করে আহত করেন অভিযুক্ত ওই শিক্ষক। পরে খবর পেয়ে স্বজনরা আহত শিক্ষার্থীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এব্যাপারে ওই শিক্ষার্থীরার বাবা মহসিন আহমেদ বলেন, পড়া দিতে না পারায় গত পরশু সকাল ৬টায় তার ছেলেকে নির্যাতন করা হয়।

বিকেল পাচটায় খবর পেয়ে ছেলেকে তিনি হাসপাতালে নিয়ে ভর্তি করেন। নির্যাতনের পর ওই শিক্ষক তার ছেলেকে এই বলে হুমকি দিয়েছেন যে “তোর পিতামাতাকে নির্যাতনের খবর জানালে তুই জাহান্নামে যাবি।”

Share this post

scroll to top