ময়মনসিংহে মাইকে ঘোষণা দিয়ে সাদা পোশাকধারী ৬ পুলিশের ওপর হামলা

ময়মনসিংহের গৌরীপুরে সাদা পোশাকধারী ৬ পুলিশ সদস্যের ওপর হামলা চালিয়েছে বালু শ্রমিকরা।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাত ১০ টার দিকে উপজেলার ভাংনামারী ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামের চরভাবখালী এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য মো: ইজ্জত আলী জানান, গত ৩০ মার্চ ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনকে কেন্দ্র করে চর ভাবখালীর শ্রমিকদের সাথে উজান কাশিয়ারচর এলাকার শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এনিয়ে দু’পক্ষের মাঝে প্রতিদিনই দলাদলি ও বৈঠক হতো। এদিকে বৃহস্পতিবার  রাতে চর ভাবখালীর নদী তীরের একটি দোকানে বসে তাস খেলছিল কয়েক জন জুয়াড়ী। এ সময় সাদা পোশাকধারী কয়েকজন পুলিশ অভিযান চালালে গ্রামের লোকজন প্রতিপক্ষ ভেবে মাইকে ঘোষণা দেয় এবং চিৎকার করে হট্রগোল শুরু করে। এতে স্থানীয় বালু শ্রমিকরা মনে করে যে পূর্বের মারামারির জের ধরে প্রতিপক্ষ উজান কাশিয়ার চরের লোকজন তাদের উপর হামলা করতে এসেছে। পরে স্থানীয়রা পুলিশ সদস্যদের উপর চড়াও হয়। এতে এসআই শফিক আহমেদ, এসআই মো. এমদাদ, এসআই আওলাদ হোসেন, এএসআই মো. মোস্তাক, এএসআই মো. মিজান ও এএসআই মো. কামরুল আহত হন। পরে গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে নিয়ে যায়।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী হামলার সত‍্যতা নিশ্চিত করেছেন।

এবিষয়ে গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, পোগন তথ্যের ভিত্তিতে জুয়ার আসর থেকে ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করতে অভিযানে যায় পুলিশের একটি দল। এসময় জুয়াড়িরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা চালায়। এতে ৩ জন এসআই এবং ৩ জন এএসআই আহত হয়েছে। তাদের মধ্যে একজন মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

Share this post

scroll to top