ময়মনসিংহে মসজিদভিত্তিক মক্তব শিক্ষাকে আরো জোরদার করতে ইমাম উলামা সম্মেলন

Mymensingh Imam Olamaমসজিদভিত্তিক মক্তব শিক্ষা ব্যবস্থাকে জোরদার ও গতিশীল করার লক্ষ্যে ময়মনসিংহে ইমাম ও উলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ (৩০নভেম্বর) সকাল ৭টায়,ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন কাচারী নূর মসজিদে,ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী মহানগর শাখার উদ্যোগে ময়মনসিংহের শীর্ষ আলেমদের উপস্থিততিতে সসম্মেলনটি শুরু হয়।

সম্মেলনে আলেমগণ বলেন,একসময় সকাল বেলায় প্রতিটি পাড়ায় মহল্লায় প্রতিটি মসজিদে শিশুদের আরবী বর্ণমালার উচ্চারণে মুখরিত থাকতো,মুখরিত থাকতো আল্লাহর কালামের ধ্বনিতে। কিন্তু আজ আমরা এমন একটি আধুনিকতার যুগে পৌঁছেছি যেখানে সকালে মক্তবের পরিবর্তে কিন্ডারগার্টেনের সেই অ আ’র আওয়াজ শুনা যায়।

আমরা সর্বস্তরের মুসলমান ভাইদেরকে আহব্বান করবো যেনো সকালে অন্ততো কিছু সময়ের জন্য হলেও আমাদের কোমলমতী শিশুদের মক্তবে পাঠিয়ে আদর্শ শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করি।

বক্তারা আরো বলেন,আজ কুরআনি শিক্ষার অভাবে দেশে খুন,ঘুম,ধর্ষণ এবং রাহাজানির মতো নুংরা পাপাচার বেড়ে গেছে,সমাজের প্রতিটি যায়গায় বিশৃঙ্খলা বেড়েই চলছে,তাই আসুন কুরআনি শিক্ষার মাধ্যমে আমরা আমাদের সমাজকে পরিবর্তন করি।
পরে খুব সীঘ্রই প্রাথমিক ভাবে ময়মনসিংহ মহানগরীর প্রত্যেকটি মসজিদে কুরআনি মক্তব চালু করার সিদ্ধান্ত সহ পর্যায়ক্রমে জেলার প্রতিটি থানা ইউনিয়নে এর কার্যক্রম চালানো হবে।

ইত্তেফাকুল উলাসা বৃহত্তর মোমেনশাহীর মজলিসে শূরার সভাপতি আল্লামা আব্দুর রহমান হাফেজ্জীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আল্লামা আনোয়ারুল হক,আল্লামা খালেদ সাইফুল্লাহ্ সা’দী,মুফতি মুহিব্বুল্লাহ্,মাওলানা আবুল কালাম আজাদ,মাওলানা আমিনুল হক,মাওলানা মুহাম্মদ,মুফতি আমীর ইবনে আহমাদ,মুফতি শরিফুর রহমান প্রমুখ।

এছাড়াও ময়মনসিংহের বিভিন্ন মসজিদের ইমাম ও বিভিন্ন মাদ্রাসার পরিচালকগণ এসময় উপস্থিত ছিলেন।

Share this post

scroll to top