ময়মনসিংহে বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড এন্ড প্রসেসিং বিভাগের ২য় বর্ষের ছাত্র শিহাবুল ইসলাম খন্দকার শিশির(২২) হত্যায় জড়িতদের বিচার দাবিতে ময়মনসিংহের মুক্তাগাছায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে মুক্তাগাছার সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আরিফ রব্বানী, তাঁতী লীগের সদস্য সচিব পারভেজ সাজ্জাদ প্রিন্স, শিশিরের বাবা অবসরপ্রাপ্ত সেনা সদস্য খন্দকার হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা আব্বাস আলী মাস্টার, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শুভ চন্দ্র দে, নবারুণ বিদ্যানিকেতনের শিক্ষক নুরুল ইসলাম নাহিদ, আরকে সরকারী হাই স্কুলের শিক্ষক মুক্তার, শিশিরের বন্ধু রাকিব, নোমান, রাজিব, শাকিল, জনি, হাজী সানাউল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন। পরে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন করে। উল্লেখ্য, গত বুধবার দুপুরে পৌর শহরের ঈশ্বরগ্রামের একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় পুলিশ শিশিরের লাশ উদ্ধার করে।

Share this post

scroll to top