ময়মনসিংহে প্রেমিকের মাকে আগুনে পুড়িয়েছে প্রেমিকার আত্মীয়রা

ময়মনসিংহে প্রেমের টানে পালিয়ে বেড়ানো মেয়ের স্বজনদের আগুনে পুড়ে ছেলের মা লাইলীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ময়মনসিংহ সদর উপজেলার চর ঈশ্বরদিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে সিরাজুলের (২০) সাথে প্রতিবেশি কাজল ওরফে খোকার মেয়ে খুকি (১৮) প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কিন্তু তাদের পরিবার মেনে না নেয়ায় সিরাজুল ও খুকি গত ২৬ জুন বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

বিষয়টি নিয়ে স্থানীয়রা মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। মঙ্গলবার সকাল ৯ টার দিকে প্রতিবেশি কামালের স্ত্রী নাসরিন (৩৮), মেয়ের মা আছিয়া আক্তার কনা (৩৬) ও জাহাঙ্গীরের স্ত্রী আছমা ছেলের মা লাইলীর শরীরে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয়রা লাইলীকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে লাইলী মারা যান। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Share this post

scroll to top