ময়মনসিংহে পুলিশের পোশাক পড়ে মাদ্রাসাছাত্রকে অপহরণ : কনস্টেবল গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পুলিশের পোশাক পড়ে ইব্রাহীম খলিল (২৪) নামে এক মাদ্রসা ছাত্রকে অপহরণের অভিযোগে সাফায়েত গনি (২৮) নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার নারায়ণগঞ্জের চাষাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপহৃত মাদ্রাসা ছাত্র ইব্রাহীম খলিলকে উদ্ধার করে পুলিশ। ইব্রাহীম খলিল স্থানীয় কেআই সিনিয়র ফাজিল মাদ্রাসার ফাজিল বিভাগের ছাত্র।

পুলিশ জানায়, গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার চৌধার গ্রাম থেকে ইব্রাহীম খলিলকে পুলিশের পোষাক পরে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। পরে ছাত্রের বাবা রফিকুল ইসলামকে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে সাফায়েত গনি।

সোমবার সন্ধ্যায় ভুক্তভোগীর বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে সাফায়েত গনি ও রুমানসহ অজ্ঞাত পাঁচ থেকে ছয় জনকে আসামি করে ফুলবাড়িয়া থানায় মামলা করেন।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, ‘পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সোমবার বিকেলে নারায়ণগঞ্জ পুলিশের সহায়তায় সাফায়েতকে গ্রেপ্তার করেছে। পরে ভুক্তভোগী ইব্রাহীম খলিলকে উদ্ধার করে ফুলবাড়িয়া থানায় আনা হয়েছে।’

Share this post

scroll to top