ময়মনসিংহে পিডিবির সব রিচার্জ স্টেশন খোলা, দেওয়া যাবে বিল

ভেন্ডিং রিচার্জ পিডিবিময়মনসিংহ জোনের প্রি-পেইড বিদ্যুৎ গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্নভাবে চালু রাখতে সংশ্লিষ্ট এলাকার সব ভেন্ডিং স্টেশন (রিচার্জের নির্ধারিত স্থান) চালু রয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। বৃহস্পতিবার (০২ এপ্রিল) রাতে পিডিবি’র জনসংযোগ পরিচালক সাইফুল হাসান চৌধুরীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়াও গ্রাহক রবি, গ্রামীণ ফোন ও বিকাশের মাধ্যমে নিজের মোবাইল ফোন থেকেও সার্বক্ষণিকভাবে প্রয়োজনীয় রিচার্জ সম্পন্ন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহক সেবা পেতে বিদ্যুৎ গ্রাহকদের প্রয়োজনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় অভিযোগ ও গ্রাহক সেবা কেন্দ্রের ফোন নম্বর: ০২-৪৭১২০২২৪, ০২-৪৭১২০২২৫, ০১৭০৮১৪৯৫০২, ০১৭০৮১৪৯৫০৩ এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর: ০২-৯৫৫৩১০০, ০১৮১৯২২৮৬১৬-এ যোগাযোগের অনুরোধ করা যাচ্ছে।

Share this post

scroll to top