ময়মনসিংহে পার্ক বানালেন সংগীতশিল্পী সালমা

ময়মনসিংহে পার্ক বানালেন জনপ্রিয় ফোক সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। এ শিল্পীর নিজস্ব অর্থায়নে তার শ্বশুরবাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে নির্মিত ‘ইউরোপিয়ান পার্ক’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার জুগলী ইউনিয়নের জাদুকুড়া গ্রামে প্রায় ৬ একর জায়গায় নির্মিত পার্কের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের জাতীয় সংসদ সদস্য জুয়েল আরেং।

এ সময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পৌর মেয়র খাইরুল আলম ভূঞাসহ অনেকে।

এ সময় অতিথিদের স্বাগত জানান কণ্ঠশিল্পী সালমা ও তার স্বামী অ্যাডভোকেট সানাউল্লাহ নূরে সাগর।

সালমা বলেন, এ পরিকল্পনা অনেকদিনের। আমি আর আমার স্বামী সাগর অবশেষে পার্কটি করতে পেরেছি। বিনোদন প্রেমীদের জন্যই এই পার্ক উন্মুক্ত করা হলো। গান ছাড়াও সালমা তার স্বামী সাগরের সঙ্গে মিলে তৈরি করেছেন সাফিয়া ফাউন্ডেশন। করোনাকালেও নানাবিধ সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন তারা

Share this post

scroll to top