ময়মনসিংহে পাওয়ার গ্রীডে অগ্নিকান্ডে তদন্ত কমিটির কাজ শুরু

Mymenshing power Gridময়মনসিংহ জেলা সদরের কেওয়াটখালীতে অবস্থিত ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রীড উপকেন্দ্রে অগ্নিকান্ডের কারণ অনুসন্ধানে গঠিত দু’টি তদন্ত কমিটিই কাজ শুরু করেছে।

ময়মনসিংহ জেলা প্রশাসন গঠিত ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম ও সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. শাহজাহানের নেতৃত্বে কমিটির সদস্যরা বুধবার দুপুরে সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত কাজ শুরু করেন। তিনদিনের মধ্যে এই কমিটি জেলা প্রশাসকের কাছে রিপোর্ট প্রদান করার কথা রয়েছে।

এছাড়াও পিজিসিবি নির্বাহী পরিচালক (অপারেশন এন্ড মেইন্টেন্যান্স) মাসুম আলম বকশীর নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট অপর একটি তদন্ত কমিটিও তদন্ত কাজ শুরু করেছেন।

পিজিসিবি নির্বাহী প্রকৌশলী মাসুদুল হক জানান, পাওয়ার গ্রীড উপকেন্দ্রে অগ্নিকান্ডে ৮০/১২০ এমভিএ ট্রান্সফরমার, কন্ট্রোল প্যানেল, পাওয়ার ট্রান্সফরমার ও সার্কিট ব্রেকার ক্ষতিগ্রস্থ হয়েছে।

Share this post

scroll to top