ময়মনসিংহে পণ্যবাহী গাড়ি থেকে চাঁদা আদায়, পৌর কাউন্সিলরসহ আটক ২

ময়মনসিংহে পণ্যবাহী গাড়ি থেকে চাঁদা আদায়, পৌর কাউন্সিলরসহ আটক ২ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরে পণ্যবাহী গাড়ি থেকে চাঁদা আদায়ের অভিযোগে পৌর কাউন্সিলরসহ ২ জনকে আটক করেছে হালুয়াঘাট থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হালুয়াঘাট থানায় ৪ জনের নামে মামলা দায়ের করেছে।

মামলা সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় পৌর শহরের সাব-রেজিস্ট্রি অফিসের সামনে হালুয়াঘাট-ময়মনসিংহ মহাসড়কের উপর পণ্যবাহী গাড়ি থেকে ভয় ভীতির মাধ্যমে চাঁদা আদায় করার সময় দক্ষিণ মনিকুড়া গ্রামের মৃত তমির উদ্দিনের পুত্র হালুয়াঘাট পৌরসভার কাউন্সিলর মো. শামছুদ্দিন (৫২) ও আকনপাড়া গ্রামের আব্দুল হাশিম এর পুত্র মো. হালিমকে (৪৫) আটক করে হালুয়াঘাট থানা পুলিশ।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকায় মহাসড়কের উপর পণ্যবাহী গাড়ি থেকে ২ থেকে ৩ হাজার টাকা করে চাঁদা আদায় করার সময় পৌর কাউন্সিলরসহ দু’জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় ৪ জনের নামে মামলা রুজু করা হয়েছে।

সোমবার দুপুরে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং অন্য আসামিদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Share this post

scroll to top