ময়মনসিংহে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন

ময়মনসিংহের ফুলপুর কাইচাপুর সিনিয়র আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ আহমদ আলী এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো.আকাশ মিয়া নিয়োগে বাণিজ্যের অভিযোগ এনে অধ্যক্ষ তফাজ্জল হোসেনের বরখাস্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কাইচাপুর বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করেন স্থানীয়রা।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি সোহেল আকন্দ, রশিদ ফকির, ইউপি সদস্য আমিনুল ইসলাম, কমিটির শিক্ষক প্রতিনিধি নজরুল ইসলাম, সাবেক বিদ্যুৎসাহী সদস্য নাজিম উদ্দিন, অভিভাবক সদস্য আবু সাঈদ, সুরুজ আলী, দাতা সদস্য অলিউল্লাহ, সাবেক দাতা সদস্য অছিম উদ্দিন, সাবেক নিয়োগ বোর্ডের সদস্য ইদ্রিস আলীসহ অন্যরা। বক্তারা বলেন, অধ্যক্ষ তফাজ্জল হোসেন পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ কাউকে তোয়াক্কা না করে মোটা অংকের টাকা নিয়ে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে দুইজনকে নিয়োগে সহযোগিতা করেছে। এবিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়েছে। অচিরেই অধ্যক্ষকে বরখাস্তসহ নিয়োগ বাতিল না করা হলে আন্দোলন গড়ে তোলা হবে।

এবিষয়ে অধ্যক্ষ তফাজ্জল হোসেনের সাথে বারবার মুঠোফোনে যোগাযোগ করা চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

Share this post

scroll to top