বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ক্ষণ গণনার কাউন্ট-ডাউন ঘড়ি ময়মনসিংহ নগরীর স্থাপনের স্থান ও নির্মাণকাজ পরিদর্শন সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।
পরিদর্শনকালে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আল আমিন, টিআই সৈয়দ মাহাবুবুর রহমান, কাউন্সিলর শরিফুল ইসলাম, নিয়াজ মোর্শেদ, প্রশাসনিক কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রকৌশলী (বিদ্যুৎ) জিল্লুর রহমান, সহকারী প্রকৌশলী আজহার উদ্দিন, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মহববত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, ১০ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠানিকভাবে ক্ষণ গণনার কাউন্ট-ডাউন ঘড়ির উদ্বোধন করা হবে।