ময়মনসিংহে নিখোঁজ হওয়া সেই ৪ ছাত্রী উদ্ধার

ময়মনসিংহে একসঙ্গে নিখোঁজ হওয়া চার ছাত্রীকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাত সাড়ে ৯টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি বাসা থেকে তাদের উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দ বলেন, অভিভাবকদের অতিরিক্ত শাসন ও চাপের কারণে বাড়ি থেকে পালিয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে তারা জানিয়েছে।

গত শনিবার শিক্ষা প্রতিষ্ঠানের যাওয়ার নাম করে জেলার ফুলপুর উপজেলার পূর্ব বাখাইল এলাকার নিজেদের বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি ওই চার ছাত্রী।

তাদের মধ্যে দুইজন স্নাতক, একজন উচ্চ মাধ্যমিক ও একজন কওমি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী। খোঁজাখুঁজির পর তাদের না পেয়ে ২৪ ফেব্রুয়ারি এ ঘটনায় ফুলপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পুলিশ জানায়, পরিবারের উপর অভিমান করে গাজিপুরের এক স্বজনের বাসায় অবস্থান করছিল তারা। তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের সদস্যরা যোগাযোগ করতে পারেনি। তবে তথ্যপ্রযুক্তির মাধ্যমে মোবাইল ফোন ট্র্যাক করে তাদের অবস্থান নিশ্চিত হয় পুলিশ। তারপর অভিযান চালিয়ে চার ছাত্রীকে উদ্ধার করে পুলিশ।

তাদেরকে পরিবারের হেফাজতে বুঝিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

Share this post

scroll to top