ময়মনসিংহে নতুন ১০ জন করোনায় আক্রান্ত

Corona-Mymensingh-Updateময়মনসিংহ বিভাগের ১০ জনের দেহে কোভিড-১৯ এর উপস্থিতি শনাক্ত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) ময়মনসিংহ মেডিকেল কলেজে দুই ধাপে ১৮৮ জনের নমুনা পরীক্ষার মধ্যে ১০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

তাদের মধ্যে ময়মনসিংহের গফরগাঁওয়ের ৩জন , জামালপুরের ১জন , নেত্রকোনার ৩জন ও শেরপুরের ৩ জন রয়েছেন। গফরগাঁয়ের ৩জনই সাব এসিস্ট্যান্ট কমিউনিটি মেডিক্যাল অফিসার।

ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সালমা আহমাদ ময়মনসিংহ লাইভকে বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বুধবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের কোভিড-১৯ এর রিপোর্ট পজেটিভ এসেছে।

উল্লেখ্য, এ নিয়ে ময়মনসিংহ বিভাগে করোনা ভাইরাস এ মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫২ জন (ব্রাহ্মণবাড়িয়ার নারীডাক্তারসহ)
এর মধ্যে ময়মনসিংহ জেলায় ১১ জন(ব্রাহ্মণবাড়িয়ার নারীডাক্তারসহ), শেরপুর জেলায় ০৯ জন, নেত্রকোনা জেলায় ১৬ জন, জামালপুর জেলায় ১৬ জন।

Share this post

scroll to top