ময়মনসিংহে নকল বিড়ি জব্দ, দুই লাখ টাকা জরিমানা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক লক্ষ ২৫ হাজার পিস নকল ব্যান্ডরোলযুক্ত বিড়িসহ হাফিজুর রহমান নামে এক অবৈধ বিড়ি কোম্পানীর ডিলারকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় বিড়ি বিক্রির বিভিন্ন উপহার সামগ্রী, ৬৪ টি বালতি, ৯৭ জগ, ২০০ টি প্লেট, ১২৬ টি ছাতাসহ আরও বিভিন্ন জিনিস জব্দ করা হয়।

বৃহস্পতিবার বিকালে হাফিজুরকে আটকের পর নগদ ২ লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট অনামিকা নজরুল। ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, হাফিজুর রহমান উপজেলার আঠারোবাড়িতে একটি গোডাউনে লোকবল নিয়োগ করে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বাজারজাত করছিলেন দীর্ঘদিন ধরে।

এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক লক্ষ ২৫ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আলম বিড়িসহ হাফিজুরকে তাকে আটক করে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট অনামিকা নজরুল বলেন, সরকারী বিধিমতে সরকার নির্ধারিত ১৮ টাকা মূল্যের কমের যেকোনও বিড়ি উৎপাদন, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ দন্ডনিয় অপরাধ। নকল ব্যান্ডরোলযুক্ত কমদামী বিড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Share this post

scroll to top