ময়মনসিংহে নকল ওষধ মজুদ ও বিক্রির দায়ে জেল জরিমানা

র‌্যাব-১৪ময়মনসিংহে নকল, মেয়াদোত্তীর্ণ, বিক্রয় অযোগ্য ওষধ মজুদ ও বিক্রির দায়ে নির্বাহী ম্যাজিস্টেটের ভ্রাম্যমান আদালতে ফার্মেসী মালিক সহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিনিঃ এএসপি মোঃ হাফিজুল ইসলাম বাবু, এএসপি মোঃ তফিকুল আলম এবং এএসপি জোনাঈদ আফ্রাদ এর নেতৃত্বে চরপাড়া এলাকায় অভিযান চলিয়ে স্পর্শ মেডিক্যাল হল থেকে স্কয়ার, ইনসেপ্টা, অপসোনিন সহ বিভিন্ন খ্যাতনামা কোম্পানির ভূয়া নাম ব্যবহার করে তৈরি বিপুল পরিমান ভেজাল এন্টিবায়োটিক সহ বিভিন্ন ঔষধ জব্দ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম এর নিকট উপস্থাপন করলে তিনি স্পর্শ মেডিক্যাল হলের মালিক আনিসুজ্জামান মিলন (৫৪) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০০০ ( পঞ্চশ হাজার) টাকা অর্থদন্ড করেন এবং কৃষ্টপুর এলাকায় অভিযান চালিয়ে আকতারুজ্জামান এর বাসা থেকে ২ কার্টুন ভেজাল ঔষধ সহ ডিলার আকতারুজ্জামান (৬০) ও আবু কালামকে গ্রেফতার পূর্বক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম এর নিকট উপস্থাপন করলে তিনি আকতারুজ্জামানকে ৯ মাসের কারাদন্ড ও ৫০,০০০ টাকা জরিমানা এবং আবু কালামকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। উক্ত ঘটনার বিষয়ে ০৩ (তিন) জন ভেজাল ওষুধ ব্যবসায়ীকে ময়মনসিংহ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Share this post

scroll to top