ময়মনসিংহে ধার করে চাল নিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

ধার করে ১০ টাকা কেজি দরের সরকারি চাল কিনতে বের হন বৃদ্ধা চন্দ্র বানু (৯০) । কিন্তু পথে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী মহুয়া ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

ময়মনসিংহের গফরগাঁওয়ের হাতিখলা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চন্দ্র বানু হাতিখলা গ্রামের মৃত মোতালেব মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানায়, ১০ টাকা কেজি দরের বিজিএফের চাল কেনার জন্য ৫০০ টাকা ধার করে হাতিখলা বাজারে আসেন চন্দ্র বানু। এসময় অসাবধানতাবশত ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী মহুয়া ট্রেনে ধাক্কা লেগে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে তার পরিবারের লোকজন খবর পেয়ে লাশ বাড়িতে নিয়ে যায়।

গফরগাঁও রেলওয়ে স্টেশন জিআরপি ফাঁড়ির পরিদর্শক (এসআই) শহিদুল্লাহ হিরো এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে স্থানীয় গফরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, নিহত চন্দ্র বানুর নাম ১০ টাকা কেজি দরের উপকারভোগীদের তালিকায় ছিল না।

Share this post

scroll to top